স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঝালকাঠি জেলা সমন্বয়কারী এম এ কুদ্দুছ খানকে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের উপদেষ্টা করায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ঝালকাঠি জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ কুদ্দুছ খান সংবর্ধনার দলের পক্ষ থেকে দেওয়া জবাবে বলেন, আমি জাতীয় পার্টিকে নিজের চেয়েও বেশি ভালবাসি। ছাত্রজীবন থেকে নিরলসভাবে এই পার্টির সঙ্গে কাজ করে আসছি। চেয়ারম্যান মহোদয়ের আস্থা অর্জন করতে পেরেছি বিধায় তিনি আমাকে তাঁর উপদেষ্টা করেছেন। তিনি আমাকে ঝালকাঠি-২ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচন করলে এখানে যাকে প্রার্থী দেওয়া হবে আমরা, তাঁর হয়ে কাজ করবো। যদি আলাদা নির্বাচনে যাই, তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে লড়বো। আমাদের হারিয়ে যাওয়া আসন পুনরুদ্ধার করতে হবে। যারা ঘুমিয়ে আছেন, তাদের জাগ্রত করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে দলের প্রচার করতে হবে। দলকে গতিশীল করার জন্য আমি সবধরণের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।
জেলা জাতীয় পার্টির আহŸায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদস্য সচিব মাহাবুবুর রহমান, যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট আবদুল আলীম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা যুব সংহতির আহŸায়ক সৈয়দ আবু শহীদ, সদস্য সচিব ইউনুচ হাওলাদার, মহিলা পার্টির আহŸায়ক অ্যাডভোকেট নারগিস আক্তার ভানু, সদস্য সচিব শাহনাজ পারভীন, নলছিটি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল জলিল গাজী, কাঁঠালিয়া উপজেলা জাতীয় পার্টির আহŸায়ক ডা. আবদুল কাদের, রাজাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান মিঠু, সৌদি আরব জাতীয় পার্টির সহসভাপতি তোফাজ্জেল হোসেন জোমাদ্দার, কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা এস এম রেজাউল করিম প্রমুখ।