Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ন্যাশনাল সার্ভিসের চাকরি জাতীয়করণের দাবিতে নলছিটিতে মানব্বন্ধন

ন্যাশনাল সার্ভিসের চাকরি জাতীয়করণের দাবিতে নলছিটিতে মানব্বন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ন্যাশনাল সার্ভিসের চাকরি জাতীয়করণের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে
নলছিটি প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের তৃতীয় পর্যায়ের কর্মীরা কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ন্যাশনাল সার্ভিসের শতশত শিক্ষিত যুবক-যুবতী চাকরির বয়স হারিয়ে বেকারত্বের কবলে পড়েছে। প্রধানমন্ত্রী তাদের দুই বছর চাকরির ব্যবস্থা করেছিলেন, কিন্তু আজ এই সার্ভিসে কর্মরতরা আবার বেকার হয়ে গেছে। তাদের আর যাওয়ার কোন পথ নেই। প্রধানমন্ত্রীই পারেন এসব বেকারদের চাকরি স্থায়ী করতে। আন্দোলনকারীরা বলেন, আমরা যে যেই স্থানে কর্মরত ছিলাম সেখানেই আমাদের বহাল রাখতে হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম এ স্মারকলিপি গ্রহণ করেন।