Latest News
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / নারী ও শিশু / নলছিটিতে নারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নলছিটিতে নারীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে দরিদ্র নারীদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় ৫৪ জন ভাতা ভোগীদের আয়বর্ধক ও সচেতনতামূলক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলার মগড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালার উদ্ভোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন। নলছিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুর নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বহুমুখী জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাসউদুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লস্কর রফিকুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহসান কবির। সভায় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫৪ জন নারীর মধ্যে ভাতা পরিশোধের কার্ড বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বহুমুখী জনকল্যাণ সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।