Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / বল পায়ে নেইমার: বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই

বল পায়ে নেইমার: বিশ্বকাপ নিয়ে শঙ্কা নেই

স্পোর্টস ডেস্ক : দুশ্চিন্তা কাটল ব্রাজিলিয়ান সমর্থকদের। বিশ্বকাপ নিয়ে হয়তো আর শঙ্কা নেই নেইমারের। ডান পায়ে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে প্যারিসে ফিরেছেন তিনি। প্যারিসে নেমেছিলেন ক্রাচ ছাড়া। এরপর পিএসজির ক্যাম্প দে লোগোর অনুশীলন কেন্দ্রে রিপোর্টের পর জিম করেছেন এই ব্রাজিলিয়ান। সেখানে ঘাম ঝরানোর একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।সবচেয়ে আশার দিকটা হচ্ছে, বল পায়ে তাঁর অনুশীলন। তাও অস্ত্রোপচার হওয়া ডান পায়ে। নেইমারকে ফিরে পেয়ে রোমাঞ্চিত ক্লাব ও জাতীয় দল সতীর্থ মারকুইনহোস, ‘আমাদের তাকে দরকার। এখানেও, জাতীয় দলেও। ধাপে ধাপে দেখা যাবে সে কত দ্রুত আগের ভূমিকায় ফিরতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে, তাকে খুশি রাখতে হবে। যাতে করে সে যেন অদূরবর্তী ভবিষ্যতের ম্যাচগুলোতে ভালো করে। ’ ব্রাজিল দলের ডাক্তার ও নেইমারের অস্ত্রোপচার করা সার্জন রদরিগো লাসমার জানিয়েছিলেন, বিশ্বকাপের আগেই সেরে উঠবেন নেইমার। বল পায়ে অনুশীলন করাটা তারই বড় আভাস। 

১৭ মে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে পিএসজির হয়ে এই মৌসুমে কোনো ম্যাচ খেলতে পারবেন কি না তিনি। এদিকে মার্কা জানিয়েছে, ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নাকি খেলার আগ্রহ জানিয়েছেন নেইমার। গ্যারেথ বেল আগামী মৌসুমে ছাড়তে পারেন রিয়াল মাদ্রিদ। তাহলে কি বিশ্বকাপের পরই নেইমারকে দেখা যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে? মার্কা