Latest News
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / নারী ও শিশু / নলছিটিতে বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান

নলছিটিতে বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন এক জাপান প্রবাসী। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ খাওখীর মেহেদীয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র এসব নারী ও পুরুষের হাতে নগদ অর্থ তুলে দেন নলছিটি থানার পরিদর্শক (ওসি) মো. শাখাওয়াত হোসেন। জাপান প্রবাসী মো. জলিল তালুকদার অসহায় এসব মানুষের জন্য টাকা পাঠিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার ও মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান কবির জনি। মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সুলতান হাওলাদার ও শিক্ষক মুনায়েম তালুকদার। অনুষ্ঠানে ১৭ জন বিধবা নারী ও ১০ জন প্রতিবন্ধী নারী-পুরুষকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।