স্পোর্টস ডেস্ক : ওশেনিয়া মহাদেশে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ দুই ওয়ানডে সিরিজ কাটানোর ফলটাও হাতেনাতে পেয়ে গেল ইয়ন মরগানের দল। প্রায় পাঁচ বছর পর আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল ক্রিকেটের জনকরা। না এগোলেও বাড়তি তিন পয়েন্ট নিয়ে সপ্তম স্থানটা বাংলাদেশের।অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই ৪-১ ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের শুরুতেই হোঁচট খেয়েছিল ইংল্যান্ড। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সেই সিরিজটাই ৩-২ ব্যবধানে জিতে নিয়েছিল সফরকারীরা। সর্বমোট ১২৫ রেটিং পেয়ে ভারতকে পেছনে ফেলে ২০১৩ সালের পর এই প্রথম র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠল ইংলিশরা।
১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। চার পয়েন্ট হারিয়ে ১১৩ পয়েন্টের মালিক দক্ষিণ আফ্রিকা নেমে গেছে তৃতীয় স্থানে। এ ছাড়া অবশ্য র্যাঙ্কিংয়ে আসেনি আর কোনো পরিবর্তন।আগের মতোই সপ্তম স্থানে থাকলেও বাংলাদেশ দল পেয়েছে তিন পয়েন্ট। গতকালই নিজেদের টেস্ট র্যাঙ্কিং ইতিহাসে প্রথমবার অষ্টম স্থানে উঠেছিল বাংলাদেশ। এবার ওয়ানডের রঙিন জার্সিতেও ৯০ পয়েন্ট থেকে সাকিব আল হাসানদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৩। অবশ্য টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের দারুণ উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের মতো পরাশক্তি দলকে এক ধাপ টপকে এসে বাংলাদেশ এখন অষ্টম স্থানে।২০১৭-১৮ মৌসুমে টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতিই বাংলাদেশের এই উন্নতি। অবশ্য এবারের হালনাগাদে র্যাঙ্কিংয়ে আগের দুই মৌসুমের ৫০ ভাগ করে পয়েন্ট যোগ হয়েছে।২০১৫ সাল থেকে এই তিন বছরে ১৮ টেস্ট খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। হার ১০টি ও ৫ ড্র। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এই সময়ে ২৮ টেস্ট খেলে ১৮ হারের বিপরীতে মাত্র ৫ ম্যাচ জিতেছে। (সূত্র : এনটিভি)