স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শিশুমেলা শেষ হয়েছে। আজ বুধবার দুপুরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি করা হয়। শিশুর জন্য উপযোগী বিশ্ব গড়ে তুলতে বিভিন্ন সামাজিক ইস্যু বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল। জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সাংবাদিক ক্লাব সভাপতি রহিম রেজা, রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমির খসরু বাবুল ও জেলা তথ্য সহকারী জাকির হোসেন। সমাপনী অনুষ্ঠানে শিশুমেলায় অংশ নেয়া স্টল, শিশুদের কুইজ, রচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।