Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ইয়েস সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

ঝালকাঠিতে ইয়েস সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

মো. শাহীন আলম :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ঝালকাঠি সদর ও নলছিটিতে বেড়িবাঁধ মেরামত প্রকল্পে সুশাসন বিষয়ে গবেষণা কার্যক্রমে তথ্য সংগ্রহের জন্য ইয়েস সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী টিআইবি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জলবায়ু পরিবর্তনে সুশাসন প্রকল্পের আহ্বায়ক ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমু। প্রশিক্ষণে ছয়জন ইয়েস সদস্য অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করেন টিআইবির সহকারী প্রকল্প ব্যবস্থাপক রাজু আহম্মেদ মাসুম ও মো. আলী হোসেন। সোমবার থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা সার্ভে কাজ শুরু করবেন।