উপত্যকায় নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার বিক্ষোভে ইসরাইলি গুলিতে ২৮ বছর বয়সী ফিলিস্তিনি যুবক ইয়াদ দাওয়াহিদের কৃত্রিম পায়ে গুলি লাগলে সেটি নষ্ট হয়ে যায়। আরেকটি পা লাগাতে তিনি স্থানীয় আল শিফা হাসপাতালে আসেন-এএফপি
গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এক হামাস যোদ্ধাসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলায় এক হামাস যোদ্ধা নিহত ও একজন আহত হন। পরবর্তী সময় সীমান্তের কাছে আরও এক বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।-খবর রয়টার্স।
গাজা সীমান্তে ফিলিস্তিনিদের পিতৃপুরুষদের বসতভিটায় ফিরে যাওয়ার অধিকারের দাবিতে বিক্ষোভ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে।
ইসরাইলি সেনাবাহিনী বলেছে, বুধবার সীমান্তে একটি সামরিক যানের ওপর বোমা বিস্ফোরণের জবাবে ওই বিমান হামলা চালানো হয়েছে। অন্য ব্যক্তি খান ইউনিস শহরের নিকটবর্তী উপত্যকার সীমান্তের খুব কাছাকাছি চলে গেলে তাকে গুলি করা হয়। অবৈধ ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী সামনে রেখে প্রতি শুক্রবার সীমান্তে বিক্ষোভে অংশ নিচ্ছেন গাজাবাসী।
গত ৩০ মার্চ শুরু হওয়া বিক্ষোভে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে এ পর্যন্ত ৩৩ জনকে হত্যা করেছে তারা।