স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে একটি বাগান থেকে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত তিন দিন ধরে সদর উপজেলার গুয়াটন গ্রামের ইউসুফ আলী হাওলাদারের বাগান থেকে এ চারাগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা।
জানাযায়, এক বছর পূর্বে বসত ঘরের পেছনের একটি বাগানে সুপারি, মেহেগণি, রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন ইউসুফ আলী হাওলাদার। গত তিন দিন ধরে রাতের আাঁধারে বাগানে প্রবেশ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গাছের চারাগুলো কেটে ফেলে। সব মিলিয়ে তিন দিনে পাঁচ শতাধিক গাছের চারা কেটে ফেলা হয়েছে।
বাগানের মালিক ইউসুফ আলী হাওলাদার বলেন, আমার বাগানের চারা গাছগুলো বড় হতে শুরু করেছে। দুর্বৃত্তরা পাঁচ শতাধিক চারা গাছ কেটে ফেলায় আমার প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা বৃহস্পতিবার পুলিশকে জানিয়েছি।
এব্যাপারে শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।