Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, অ্যাডভোকেট মাহেব হোসেন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক আদিব হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সুমন, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার। সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ঝালকাঠি জেলা বিএনপির বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়েছে বলেই আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এটা ধরে রাখতে হবে। এখনো আমাদের রাজপথে থাকতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে। তাহলেই আমাদের বিজয় হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …