স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জনপ্রিয় চ্যানেল এনটিভির ২২তম বর্ষে পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। ২১ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করায় এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার ও জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. ছবির হোসেন। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজ এর সভাপতিত্বে এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ, সহসভাপতি এখন টিভির স্টাফ রিপোর্টার আল আমিন তালুকদার, প্রবীন সাংবাদিক দিলীপ ম-ল, টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি আসম মাহামুদুর রহমান পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য ও মানব কণ্ঠের জেলা প্রতিনিধি রাজু খান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, জাগো নিউজের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি কাজী সোলায়মান সুমন ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি উজ্জল রহমান।
অনুষ্ঠানে বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
জরায়ু ক্যান্সার প্রতিরোধে নলছিটিতে ৯০০০ জনকে এইচপিভি টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার : স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৯ …