স্টাফ রিপোর্টার :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল পর্যায়) নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এ ঘোষণা দেন।
ইতোপূর্বে ২০২২ সালে তিনি ঝালকাঠি সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এম এ, বিএড, এম এড (প্রথম শ্রেণি), এলএলবি। তাঁর ব্যক্তিত্ব, সততা ও সুনাম সর্বমহলে প্রশংসিত। শিক্ষার মানোন্নয়নে তিনি বহুবার অভিভাবক সমাবেশ করেছেন। কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম, প্রাত্যাহিক সমাবেশ, নিয়মিত গ্রন্থাগারের ব্যবহার, পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ দৃশ্যমান। তিনি একজন দক্ষ প্রধান শিক্ষক। জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে তিনি নিরলস পরিশ্রম করে আসছেন। তিনি আদি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ঝালকাঠি জেলার সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ঝালকাঠি সদরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি সদরের কমিশনার, সুজন (সুশাসনের জন্য নাগরিক) ঝালকাঠি শহর কমিটির সভাপতি, কবিতাচক্র ঝালকাঠির সহসভাপতি, আহŸায়ক বাংলাদেশ যুব আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলাসহ আরও অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও তিনি একজন কবি, লেখক ও তৃণমূল সংবাদকর্মী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …