Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র বাছাই, ২৪ প্রার্থীই বৈধ

ঝালকাঠিতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র বাছাই, ২৪ প্রার্থীই বৈধ

স্টাফ রিপোর্টার :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ঝালকাঠির দুই উপজেলায় সাতজন চেয়ারম্যানপ্রার্থীসহ তিনটি পদে ২৪ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে যাচাই বাছাই শেষে কাগজপত্রে ত্রæটি না থাকায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালেক তাদের মনোনয়নপত্র বৈধ ঘৈাষণা করেন। এতে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র বৈধ হয়। এ নির্বাচনে অংশগ্রহণকারীরা প্রত্যেইকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দুই উপজেলায় ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের সবারই মনোনয়পত্র বৈধ হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। প্রার্থীরা হলেন বর্তমান ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খান আরিফুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং সদর উপজেলার ৯ নং শেখেরহাট ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সস্পাদক নুরুল আমিন খান (সুরুজ)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ কৃষি বিষয়ক সম্পাদক, কেওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মইন উদ্দিন তালুকদার, ঝালকাঠি সরকারি কলেজের সাবেক ভিপি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য লস্কর আশিকুুর রহমান দিপু, জেলা পরিষদের সাবেক সদস্য ও নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম সেন্টু। মহিলা ভাইসচেয়ারম্যান পদে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী, মহিলা আওয়ামী লীগ নেত্রী উম্মে সালমা, ঝালকাঠি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিনু আক্তার নদী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শরিফ মিজানুর রহমান লালন , জে.এম হাতেম, মো. মফিজুর রহমান শাহিন, মো. বদরুল আলম, মো. হানিফ হাওলাদার ও মো. মনিরুজ্জামান মনির। নারী ভাইস চেয়ারম্যান পদে মোর্শেদা লস্কর, আয়েশা আক্তার, দিলরুবা মাহমুদ, জাকিয়া খাতুন সীমা, ও মোসাঃ নাসিমা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে ঝালকাঠি ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামী ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …