Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মÐল।
প্রকল্পের কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে আয়োজিত এ সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, সমাজসেবা কর্মকর্তা মো.আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার, মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার মিত্র, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মহসিন আহম্মেদ, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো. জাকির হোসেন, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সমন্বয়কারী হাফিজা আক্তার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য রাফিউল ইসলাম।
এসময় এনজিও প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, তারণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …