Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া বেগম ওই গ্রামের মো. কালাম জোমাদ্দারের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।
নিহতের স্বজন কুদ্দুস জোমাদ্দার জানান, সোমবার ভোরে রাজিয়া বেগম নামাজ পরে খাটের ওপর থেকে নেমে পা দিয়ে জুতা আনার চেষ্টা করলে খাটের নিচে গর্তে থাকা বিষাক্ত একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। পরে তাকে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। সকালে তাকে সাপে কামড় দিলে মৃত্যু হয়।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …