Latest News
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে রাস্তা রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

রাজাপুরে রাস্তা রক্ষার দাবিতে এলাকাবাসী মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে প্রায় দুইশত পরিবারের চলাচলের রাস্তায় বাঁধা ও এলাকাবাসীকে হয়রানীর প্রতিবাদে স্থানীয় জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বড়ইয়া ইউনিয়নের আরুয়া-সোনারগাও গ্রামের বাসিন্ধারা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বড়ইয়া ইউনিয়নের আরুয়া-সোনারগাও গ্রামে আরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং সোনারগাও জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য দিয়ে পশ্চিম দিকে কবিরাজ বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দুশত বছরেরও পূর্বের। এই রাস্তায় মানুষ চলাচল করার মতো অবস্থা ছিলো না। স্থানীয় এক প্রবাসীর অর্থায়নে এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে গত ২১ জুলাই শুত্রæবার পথচারীদের দুর্ভোগ লাঘবে এক কিলোমিটার রাস্তা নির্মাণসহ ইটের সলিং কাজ সম্পন্ন হয়। রাস্তা নির্মাণের পর থেকেই সোনারগাও জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ একটি মহল হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি থেকে চলাচলে বাঁধা দিয়ে এবং বিভিন্ন ভাবে হয়রানী করে আমছে। তিনি রাস্তাটি কেটে ফেলাসহ স্থানীয়দের মামলা হামলার হুমকি দিয়ে যাচ্ছে।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী তাদের একমাত্র চলাচলের রাস্তাটি রক্ষাসহ জে.এ.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন কর্তৃক হুমকি ও হয়রানী থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …