Latest News
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ।। ২৭শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বর্ষবরণ উৎসব হবে জমকালো : জেলা প্রশাসক

ঝালকাঠিতে বর্ষবরণ উৎসব হবে জমকালো : জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এ বছর জমকালো আয়োজনে বর্ষবরণ উৎসব পালন করা হবে। এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। উৎসবে থাকবে মঙ্গল শোভাযাত্রা এবং অংশগ্রহণকারীদের জন্য পান্তা ও মাছ ভাজা। মঙ্গল শোভাযাত্রায় স্কুল-কলেজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দুই হাজার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এছাড়াও রয়েছে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।
পহেলা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতিমূলক সভাও করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইদুজ্জামান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমসহ সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, এ বছর বর্ষবরণ উৎসব হবে জমকালো। এখানে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিবে। জেলাবাসীকে উৎসব সফল করার আহ্বান জানান তিনি।