Latest News
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ ।। ১লা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নলছিটিতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার গভীর রাতে খুলনা জেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল র‍্যাব-৮ ও খুলনা র‍্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর অবস্থান নিশ্চিত করে।
র‍্যাব-৮ এর মেজর জাহাঙ্গীর আলম জানান, শনিবার সন্ধ্যায় ওই প্রতিবন্ধী তরুণীর মা দোকানে ওষুধ কিনতে যান। এ সুযোগে পাশর্^বর্তী কুশঙ্গল গ্রামের হাবিবুর রহমান ঘরে ঢুকে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। প্রতিবন্ধীর মা বাড়িতে ফিরে মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এ সময় মেয়ে তাঁর মায়ের কাছে ধষর্ণের ঘটনা জানায়। এ ঘটনায় তরুণীর ভাই রবিবার দুপুরে বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। আসামি গ্রেপ্তারের জন্য বরিশাল র‍্যাব-৮ এর একটি দল ছায়া তদন্ত শুরু করে। তাঁরা খুলনা র‍্যাব ৬ এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যেই আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মো. হাবিবুর রহমান হাওলাদার (৫০) কুশঙ্গল গ্রামের মৃত এসকান আলী হাওলাদারের ছেলে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …