স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার বৈশাখীয়া গ্রামের ফকির বাড়িতে চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে ওই এলাকার আনোয়ার হোসেন ফকিরের ঘরে এ চুরি হয়। চোরের দল ঘরের দরজা ভেঙে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
জানা যায়, আনোয়ার হোসেনের স্ত্রী মাকসুদা বেগম ঈদের কেনাকাটার জন্য সোমবার বিকেলে ঘরে তালা মেরে বরিশাল যান। রাতে বাসায় কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে একদল চোর ভেতরে ঢুকে। চোরের দল আলমিরা ভেঙে সাত ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নেয়। মঙ্গলবার সকালে এসে ঘরের দরজা ভাঙা দেখে মাকসুদা বেগমের সন্দেহ হয়। পরে তিনি ভেতরে গিয়ে দেখেন আলমিরা ভাঙা ও সোনার গহনা নেই। এ ঘটনায় তিনি নলছিটি থানা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …