Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বুধবার থেকে শুরু হচ্ছে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান

ঝালকাঠিতে বুধবার থেকে শুরু হচ্ছে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশনের আদেশ বাস্তাবায়নের জন্য ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ লংঘনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নেতৃত্বে ঝালকাঠিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আগামী ১২ ও ১৩ এপ্রিল ঝালকাঠির বিভিন্ন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু।
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, লজিষ্টিকস, লেবার ও প্রয়োজনীয় সব কিছু দিয়ে সহযোগিতা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অধিনায়ক র‌্যাব ও সংশ্লিস্টদের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাসান পাটোয়ারী। রিট পিটিশন নং ৯১৬/২০১৯ এর আদেশ বাস্তবায়নে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং দন্ড বিধি ১৮৬০ অনুযায়ী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
রিট পিটিশন দায়ের করেন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …