স্টাফ রিপোর্টার :
পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিনজনের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে হাইকোর্টের একটি যৌথ বেঞ্চ ছয় সপ্তাহের জন্য তাদের অন্তবর্তীকালীন জামিন দেন। জামিনপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুবদল সভাপতি মাসুম শরীফ ও ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম খান।
হাইকোর্টের আইনজীবী মো. সাইদুর রহমান মাইনুল মোল্লা জানান, বিচারপতি ওবাইদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের যৌথ বেঞ্চে হাজির হয়ে তিন আসামী জামিন আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দেন।
জানাযায়, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে ঝালকাঠির নলছিটিতে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ। গত ৬ ফেব্রুয়ারি নলছিটি থানার উপপরিদর্শক মো. সোলায়মান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির ছয়জন নেতাকর্মীকে আসামী করা হয়। এর আগে মামলার অপর আসামী উপজেলা ছাত্রদলের সভাপতি পলাশ সজ্জন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন লাভ করেন।