Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ

ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ

স্টাফ রিপোর্টার :
‘করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশ উৎপাদন’ এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। জাটকা সংরক্ষণে ঝালকাঠির জেলায় সুগন্ধা ও বিষখালী নদীতে শনিবার থেকে জাটকা মাছ ধরা বন্ধ রয়েছে। জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আগামী ৭ এপ্রিল পর্যন্ত টানা ৭দিন বলবৎ থাকবে। এ সময়ে জাটকা ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেওয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমান আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …