স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এ দণ্ডাদেশ প্রদান করেন। কনের বাবা জরিমানার দশ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গাভা রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী ও ইউপি সদস্য হাবিবুর রহমান মোল্লা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার জানান, পগাপন সংবাদের ভিত্তিতে ফশফন জানতে পারেন অপ্রাপ্তবয়স্ক দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছে তাঁর পরিবার। তাৎক্ষনিক ওই বাড়িতে গিয়ে ছাত্রীর বাবাকে দশ হাজার টাকা জরিমান করা হয়। ছাত্রীর বাবা অঙ্গীকার করেন তাঁর মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …