Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভূমি সেবায় আগামী ১৭ মার্চ থেকে ক্যাশলেস ঘোষণা

ঝালকাঠিতে ভূমি সেবায় আগামী ১৭ মার্চ থেকে ক্যাশলেস ঘোষণা

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ১৭ মার্চ থেকে দেশের প্রথম জেলা ঝালকাঠিতে ভূমি সেবায় ‘ক্যাশলেস’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে ভূমি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এ ঘোষণা দেন। ফলে এখন থেকে ভূমি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীকে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, জমির ম্যাপ ও জলমহলের আবেদন করতে টাকা দিতে হবে না। অনলাইনের মাধ্যমেই সেবাপ্রত্যাশীরা আবেদন করে সরকারি ফি পরিশোধ করে এসব করতে পারবেন। এমনকি ভূমি বিষয়ক যে কোন পরামর্শ গ্রহণ ও অভিযোগও করা যাবে অনলাইনের মাধ্যমে। এর পরেও যদি ভূমি সংক্রান্ত কাজে ঘুষ লেনদেন করা হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এতে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সবিচ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম কর্মশালায় সভাপতিত্ব করেন।
কর্মশালায় জেলায় কর্মরত ভূমি অফিসের ৩৫ কর্মকর্তা অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …