স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ বাবুল মোল্লার বিরুদ্ধে জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সনদে ঘুষ দাবি, বেআইনিভাবে অন্যের জমি দখল, জেলেদের মাছ ধরার সরঞ্জাম আটকে রেখে চাঁদা দাবিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধাবার সকাল ১০টায় স্থানীয় ঘোষেরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন গ্রাম পুলিশ বাবুল মোল্লার দ্বারা ক্ষতিগ্রস্ত মো. মতলেব সরদার, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. খলিলুর রহমান, মো. ফুল মিয়া মল্লিক, মো. ছত্তার হাওলাদার ও নজরুল ইসলাম। বক্তারা গ্রাম পুলিশ মো. বাবুল মোল্লার অন্যায় অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তোক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে আমুয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফোরকার বলেন, গ্রাম পুলিশ বাবুল মোল্লার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …