Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে টমটম উল্টো চালক নিহত

রাজাপুরে টমটম উল্টো চালক নিহত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে ইঞ্জিন চালিত নসিম (টমটম) গাড়ির চাকা খুলে উল্টে গিয়ে চালক ইয়াসিন হাওলাদার (১৪) নিহত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার পিংড়ি-কেওতা সড়কের পিংড়ি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার বিঘড়া গ্রামের দিনমজুর এনসাব আলী হাওলদারের ছেলে।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, মুরগী বহনকারী একটি নসিমন রাজাপুর থেকে কেওতা মাদ্রাসা এলাকায় যাচ্ছিল। নসিমনটি পিংড়ি স্কুল এলাকায় আসলে পেছনের একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমন চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।