স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে ধিক্কার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে ধিক্কার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, সহসভাপতি আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, কোষাধ্যক্ষ দিলীপ মÐল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, নির্বাহী সদস্য মু. আব্দুর রশীদ, জহিরুল ইসলাম জলিল, মঈমুল হক লিপু, দুলাল সাহা, অলোক সাহা, মিজানুর রহমান টিটু, শফিকুল ইসলাম সৈকত, আসম মাহামুদুর রহমান পারভেজ ও রাজু খান।
উল্লেখ্য ২০০৩ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘনিষ্ঠ এক নেতার নির্দেশে যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও সাংবাদিকদের মারধর করে। পাশাপাশি ভাংচুর করা হয় দৈনিক শত কণ্ঠ অফিস। সাংবাদিকরা দিনটি ‘ধিক্কার দিবস’ হিসেবে পালন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …