স্টাফ রিপোর্টার :
করোনার দুঃসময়ে সম্মুখ সারির করোনাযোদ্ধা হিসেবে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এনটিভির ঝালকাঠির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজকে সংবর্ধনা দিয়েছে শামসুন্নাহার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আজ শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের বিদায় অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন বিষয়ে অবদানের জন্য শাবাব ফাউন্ডেশন, প্রাণের টানে রক্ত দান, বিডি ক্লিন, সিদ্ধকাঠি ব্লাড ফাউন্ডেশন, রক্তের বাঁধন নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সংবর্ধনা দেওয়া হয় শামসুন্নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের বদলীজনিত বিদায় উপলক্ষে তাকেও সংবর্ধনা দেওয়া হয়। শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাৎ ফকির অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাস, একুশে টিভির ম্যানেজার কার্তিক দাস, মাওলানা গোলাম মোস্তফা মহিলা কলেজের শিক্ষক শাহ আলম সরদার, পৌর কাউন্সিলর মামুন মাহমুদ ও কৃষি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল হাসান টিটু।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, করোনার দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে মাঠেঘাটে সংবাদ সংগ্রহ করেছেন সাংবাদিক কে এম সবুজ। এক পর্যায়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে তিনি আবারো কাজে নেমে পড়েন। করোনাকালে তিনি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা পাঠক ও দর্শকদের আকৃষ্ট করেছে। তাঁর রিপোর্ট পড়ে দরিদ্র মানুষকে সহায়তা এবং অসহায় করোনা আক্রান্তদের পাশে দাঁদিয়ে অক্সিজেন সেবা দিয়েছে শামসুন্নাহার ফাউন্ডেশন। তাই বিশেষ অবদানের জন্য তাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি এনটিভির পাশাপাশি দৈনিক কালের কণ্ঠ, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ ও ঝালকাঠির ধৈনিক শতকণ্ঠ পত্রিকায় কাজ করছেন। তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে জনতার কণ্ঠ টোয়েন্টিফোর ডট কম নামে একটি অনলাইন পোর্টাল।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …