Latest News
বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিলেন গৃহবধূ। বুধবার ভোরে উপজেলার চাড়াখালী গ্রামে কোন অস্ত্রোপচার ছাড়াই তিন সন্তানের জন্ম দেন ওই নারী। বর্তমানে নবজাতক ও তাঁর মা সুস্থ আছেন। তিন নবজাতকের মা নাজমা বেগম চাড়াখালী গ্রামের রিকশাচালক ইউনুস হাওলাদারের স্ত্রী। ওই নারী তাঁর বাবা হারুন জোমাদ্দারের বাড়িতে বসেই সন্তানদের জন্ম দেন। সন্তান জন্মের পরপরই তাদের লালন পালনের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দরিদ্র ওই গৃহবধূ।
পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর অন্তঃসত্ত¡া হয়ে বাবার বাড়িতে আসেন তিনি। মেয়ের তেমন কোন চিকিৎসাও করাতে হয়নি। গর্ভবতী অবস্থায় সে সুস্থ ছিল। বুধবার ভোররাত চারটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক অভিজ্ঞ নারীর সহযোগিতায় তিন পুত্র সন্তানের জন্ম দেন। তাঁর যে তিন সন্তান হবে, এটা পরিবারের কেউই আগে জানতেন না। তাঁরা হাসপাতাল কিংবা ক্লিনিকে আল্টাসনোগ্রামও করিয়ে দেখেননি। আল্লাহর ওপর ভরসা রেখেই সন্তান জন্মের দিন গুনছিলেন ওই গৃহবধূ।
নাজমা বেগমের বাবা হারুন জোমাদ্দা বলেন, ‘একসঙ্গে তিন নাতির নানা হয়েছি। আমাদের পরিবারের সবাই খুব খুশি। আমার মেয়ের তিন নবজাতকের জন্মের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে বহু মানুষ দেখতে আসছেন, ছবি তুলছেন। আমার মেয়ে এবং নাতিরা সুস্থ আছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার মেয়ের স্বামী রিকশাচালিয়ে সংসার চালায়।
নাজমা বেগম বলেন, গর্ভে আমার সন্তান যখন বড় হচ্ছিল, আমার মনে হচ্ছিল জমজ সন্তান হতে পারে। তবে একসঙ্গে তিন সন্তানের মা হবো চিন্তাও করতে পারিনি। আমার সন্তানরা যেন সুস্থ থাকে, এজন্য সকলের দোয়া কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ হোসেন ফরাজী বলেন, খবর পেয়ে আমি সকাল থেকে ওই বাড়িতেই ছিলাম। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। আমরা তাদের পাশে আছি যদি কোন সহযোগিতা প্রয়োজন হয়, সেটা আমরা করবো। তবে এই পরিবারটি খুবই গরিব, তাদের সহযোগিতার প্রয়োজন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

স্টাফ রিপোর্টার :  ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …