স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয় বঙ্গবন্ধুর মুড়ালের পাদদেশে গিয়ে শেষ হয়। ঝালকাঠির পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিতে এলজিইডি বিভাগ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্য, গণপূর্ত, পৌরসভা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মো. আবু হানিফ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী দিলিপ হালদার।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …