স্টাফ রিপোর্টার :
নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরার দায়ে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ৪৬ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার একটি নৌকসহ ৩৪ কেজি ইলিশ জব্দ করেছে। আটককৃত জাল নদী তীরে জনসন্মুখে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে মাছ ধরার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপজেলার তালগাছিয়া গ্রামের মো. উজরান (১৯) এবং শৌলজালিয়া গ্রামের সোহেল রানাকে (১৮) আটক করে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড, ৪৬ হাজার মিটার জাল, নৌকা ও ৩৪ কেজি ইলিশ জব্দ
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …