Latest News
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / তথ্য গোপন করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাক্ষি জেল হাজতে

তথ্য গোপন করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় সাক্ষি জেল হাজতে

স্টাফ রিপোর্টার :
তথ্য গোপন করে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় ঝালকাঠিতে একটি হত্যার মামলার সাক্ষিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ আদালত আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আজ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেন। সাক্ষি মো. জাহাঙ্গীর হোসেন রাজাপুর উপজেলার সাংগর গ্রামের মৃত হাসেম মৃধার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ৭ নভেম্বর রাজাপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত বজলুর রহমান চৌধুরীর ছেলে মো. শহিদুর রহমান সোহাগ খুন হয়। সে পাওনা টাকা চাওয়ার জন্য মোছাদ্দেকের বাড়িতে যাওয়ার পথে নিখোজ হয়। রাতে বাড়ি ফিরে না আসায় সোহাগের আত্মীয় স্বজন খোঁজাখুজি করে কেওতা কাঁচা ব্রীজের ওপরে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তাঁর শরীরে বিভিন্ন স্থানে জখম ছিল। এ ব্যাপারে সোহাগের মা ফিরোজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত করে রাজাপুর থানার এসআই মোয়াজ্জেম হোসেন ২০০৪ সালের ১৪ জুন ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হলে মো. জাহাঙ্গীর হোসেন নামের এক সাক্ষী বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়। ওই সাক্ষী তথ্য গোপন করে মিথ্যা সাক্ষি প্রদান করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদের্শ দেন।