স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি ও অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তারা প্রভু নয়, তাঁরা জনগণের সেবক। যেযে অবস্থানে রয়েছে, তাকে সেই অবস্থান থেকেই মানব কল্যাণে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আমরা দেশের মানুষের সেবা করতে এসেছি; এই সেবা কোনভাবেই যেন ব্যহত না হয়। জনগণের কল্যাণে আত্মনির্ভর হয়ে কাজ করারও আহ্বান জানান জেলা প্রশাসক।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …