স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী তাঁর সভাকক্ষে এ শপথ বাক্য পাঠ করান। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
গত ১৫ জুন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এ ইউনিয়নটিতে শেখ সাবের আহম্মেদ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন। ওই ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন মল্লিক গত ১১ মার্চ ইন্তেকাল করায় চেয়ারম্যান পদটি শূণ্য হয়। সদ্য নির্বাচিত চেয়ারম্যান শেখ সাবের আহম্মেদের শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …