Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

নলছিটিতে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার :
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মোল্লারহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী।
মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম মাহাবুবুর রহমান সেন্টুর সভাপতিত্বে কর্মশালয় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির। কর্মশালায় অটিজম ও জেন্ডার বিষয়ক সেশন পরিচালনা করেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শামিম আহসান, শিশু ও নারী নির্যাতন এবং শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক সেশন পরিচালনা করেন ঝালকাঠি যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা মো. আবদুল্লাহ আল আমীন, কোভিড-১৯ মোকাবেলা ও প্রাথমিক শিক্ষায় অভিযোজন সক্ষমতা বিষয়ক সেশন পরিচালনা করেন জেলা তথ্য কর্মকর্তা আহসান কবির।
কর্মশালায় অংশ গ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, জনপ্রতিনিধিরা। ঝালকাঠি জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …