স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তি উৎসব। বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬১ ও জাতীয় কবি নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। আলোচনা, কবিতা আর গীতিনাট্যে তুলে ধরা হয় কালজয়ী দুই কবির সৃষ্টি কর্ম। মনোমুগ্ধকর অনুষ্ঠানে শতশত দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীয়দের পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, রবীন্দ্র গবেষক ড. কামরুন্নেছা আজাদ, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত ও সাংবাদিক পলাশ রায়।