Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভসংঘের বৃক্ষরোপণ

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শুভসংঘের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে ফলদ বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম পেয়ারা, আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। পরে অতিথিরা সারিবদ্ধভাবে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসিম, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি কে এম সবুজ। এছাড়াও শুভসংঘের সাধারণ সম্পাদক তাসিন মৃধা অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক জুনায়েত হোসেন নিনয়, সদস্য খান মুহাম্মদ জুবায়ের ও আব্দুল আলিম শান্তসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম কালের কণ্ঠ শুভসংঘের বৃক্ষরোপণ কার্যক্রমের প্রশংসা করে বলেন, শুভসংঘ ঝালকাঠিসহ সারাদেশে ভালো কিছু কাজ করছে। ঝালকাঠিতে বিভিন্ন সময় এ সংগঠনের সদস্যদের দেখেছি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কখনো অভুক্ত মানুষের খাবার তুলে দেওয়া, কাউকে সাহায্য করা, শিশুদের উপহার, শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করে প্রশংসিত হচ্ছে। করোনাকালে মাস্ক বিতরণ, শীতে কম্বল বিতরণ, পোশাক বিতরণ করতেও তাদের দেখা গেছে। আমি এসব উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি তারা ভবিষ্যতেও ভালো কাজের সঙ্গে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশা করছি। যারা ভালো কাজ করে, আমরা সবসময় তাদের পাশে আছি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …