Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / দলের বিরুদ্ধে যারা কাজ করবে, তারা কোন নির্বাচনে মনোনয়ন পাবে না : আমির হোসেন আমু

দলের বিরুদ্ধে যারা কাজ করবে, তারা কোন নির্বাচনে মনোনয়ন পাবে না : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন,
আওয়ামী লীগ সরকার গঠন করার পর যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয়েছে। এসব কারণে অপশক্তিরা আওয়ামী লীগের ওপর ক্ষিপ্ত। তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকতে হবে।
রবিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তে এ সভার আয়োজন করা হয়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বেলন, দলের বিরুদ্ধে যারা কাজ করবে, তারা কোন নির্বাচনে মনোনয়ন পাবে না। যার কর্মকান্ডে দল ক্ষতিগ্রস্ত হবে, তাদের দলে রাখার কোন প্রয়োজন নেই। সংগঠনকে আগে দেখতে হবে। বিশৃঙ্খলা থাকতে পারবে না। সদস্য সংগ্রহ ফরম দেওয়া হয়েছে ঘরে ঘরে গিয়ে তা পূরণ করতে হবে। দলকে শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
আমু বলেন, যারা নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হয়েছেন, তাদের দলের সঙ্গে সমন্বয় করতে হবে। এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ভাগাভাগি করে দল করেন, তারা গুরুত্বপূর্ণ কোন পদ পাবেন না। দলের মধ্যে কোন কোন্দল থাকতে পারবে না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, সাধারণ সম্পাদক জনার্ধন দাস, জেলা যুব লীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …