স্টাফ রিপোর্টার :
অবৈধ বেহুন্দি জাল দিয়ে সুগন্ধা নদীতে মাছ ধরার সময় এক জেলেকে জাল ও নৌকাসহ আটক করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বশির গাজী আটক জেলেকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে ছোট মাছ ধরে জেলেরা। এ ধরণের জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরেও মাছ ধরার খবর পেয়ে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এ সময় সুগন্ধা নদী থেকে সুমন মালো (৪০) নামে এক জেলেকে জাল ও নৌকাসহ আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। জালগুলো ডিসি পার্কে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …