স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ এলাকায় অ্যাডভোকেট শাহাদাত হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে ইফতার অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও শহর বিএএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান ও সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু। এতে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। দোয়া মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। …