স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সুগন্ধা নদীর তীরে স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি ও সহকারী প্রধান শিক্ষক সুজিত কান্তি ঘোষ। সমাবেশে অভিভাবকরা নানা বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। প্রধান অতিথি জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কালেক্টরেট বিদ্যালয়ের সঙ্গে জেলা প্রশাসনের সম্মান জড়িত। স্কুলের উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। স্কুলের ভবন ও সড়ক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইলফোন দেওয়া যাবে না। যদিও তাদের মোবাইলফোন দেন, তবে অভিভাবকরা পাশে থাকবেন। মোবাইলের ভালো দিকগুলো যেন শিশুরা দেখে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলা করারও আহ্বান জানান জেলা প্রশাসক।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …