Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে বর্নাঢ্য ট্রাকশো উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে সুগন্ধা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ভোক্তা অধিকারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজর্স্ব) নাজমুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, পৌরসভার প্যানেলমেয়র তরুণ কর্মকার, কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা শিক্ষক ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, জাতিসংঘ স্বীকৃত নিরাপদ পণ্য বা সেবা পাওয়ার অধিকার, তথ্যের অধিকার, পছন্দের অধিকার, জানার অধিকার, প্রতিকার পাওয়ার অধিকার, ভোক্তা শিক্ষা লাভের অধিকার, সুস্থ পরিবেশের অধিকার বিষয়ে সকলের সচেতন হতে হবে। অন্যদের সচেতন করতে হবে। তাহলে ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্বব হবে বলে মত দেন বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …