স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। শনিবার বরিশাল টাউন হল সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সেলিম গাজী ও সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফকে নির্বাচিত করা হয়। একই সঙ্গে পৌর বিএনপির সভাপতি পদে মো. মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি মো. সরোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন খান ও সাংগঠনিক সম্পাদক রুস্তুম তালুকদারকে নির্বাচিত করা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সম্পাদকদের ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। এর আগে নলছিটিতে দ্বি-বার্ষিক সম্মেলন করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বাধ্য হয়ে বরিশালে গিয়ে সম্মেলন করে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …