স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো. জলিলুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজীম,নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা, আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মিলন কান্তি দাস।
কর্মশালায় উপজেলার নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়,নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ,খাগড়াখানা মডেল হাইস্কুল,কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,জুরকাঠী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডেবরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,চর আমতলী দাখিল মাদ্রাসা,তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসা,মগড় সালেহিয়া দাখিল মাদ্রাসা এবং দপদপিয়া ইউনিয়ন মডেল মহিলা কলেজ ১০টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানসহ চারজন করে কর্মশালায় অংশগ্রহণ করেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষা পরিদর্শক মো. আজিজুর রহমান।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …