স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ প্রসাশনের পক্ষে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান শহীদদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করেন। পরে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, প্রেস ক্লাব পৌরসভা, টিআইবিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করে। উদ্বোধনী বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এসময় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার স্কাউট, বয়স্কাউট, গার্লস গাইড, গার্লন ইন স্কাউট, সরকারি শিশু পরিবার এবং স্কুল, কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এদিকে সরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে উত্তোলিত জাতীয় পতাকার সঠিক রং-মাপ ও উত্তোলন বিষয়ক বাস্তবায়ন কমিটির সকাল থেকে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ও সদস্য ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানসহ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।