Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে নগদ সহায়তা

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে নগদ সহায়তা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩০ জনকে চিকিৎসার জন্য নগদ সহায়তা প্রদান করেছে লন্ডন ভিত্তিক প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে। মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত ২০ জনের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম। এছাড়াও আরো দশ জনকে সংগঠনের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যমে টাকা পাঠানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে’র পরিচালক মহিউদ্দিন মনজু। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত। অনুষ্ঠানে লঞ্চে অগ্নিদগ্ধ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেননি, তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানো হয়।
ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে’র পরিচালক মহিউদ্দিন মনজু বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের যারা দগ্ধ হয়েছেন, তাদের চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়েছে। বিষয়টি অনুধাবন করতে পেরে আমরা তাদের চিকিৎসায় এগিয়ে এসেছি। আমাদের সংগঠনের পক্ষ তাদের সামান্য সহযোগিতা করা হয়েছে। যারা অনুষ্ঠানে আসতে পারেনি, তাদের ফোন নম্বর আমাদের কাছে আছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো হয়েছে।
গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …