Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / প্রথমবারের মত পিএসসি কোর্স সম্পন্ন করলেন মাহমুদ হাসানসহ তিন পুলিশ কর্মকর্তা

প্রথমবারের মত পিএসসি কোর্স সম্পন্ন করলেন মাহমুদ হাসানসহ তিন পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে সফলতার সঙ্গে পিএসসি কোর্স সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ সম্পন্নকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মাহমুদ হাসান পিপিএম (বার), মোহাম্মদ লিয়াকত আলী খান ও রহিমা আক্তার লাকী।
ডিএসসিএসসি এর ২০২১-২২ কোর্সের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার ঢাকার মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে ভার্চুয়াল মাধ্যমে গ্র্যাজুয়েশন সনদপত্র বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৩২ জন, বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন, বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫ জন, বাংলাদেশ পুলিশের তিন জন এবং বন্ধুপ্রতিম ১৮টি দেশের ৪৭ জন অফিসারসহ মোট ২৫১ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের এ তিন কর্মকর্তা প্রথমবারের মতো পিএসসি কোর্সে অংশগ্রহণ করলেন। এম এম মাহমুদ হাসান ইতিপূর্বে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …