স্টাফ রিপোর্টার :
মা ও শিশুর শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষায় ঝালকাঠিতে পুষ্টি ক্যাম্প ও লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে মা ও শিশু বান্ধব সংস্থা। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার ও দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান। মা ও শিশু বান্ধব সংস্থার সভানেত্রী শিরীন জাহানের সভাপতিত্বে ট্রেনিং প্রোগ্রামে রিসোর্স পার্সনের দায়িত্ব পালন করেন গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষক মেহেদী হাসান শুভ ও ঝালকাঠি ব্র্যাকের সমন্বয়কারী মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি মানিক রায় ও সহ সাধারণ সম্পাদক কে এম সবুজ। শিক্ষার্থী, নারী ও স্বেচ্ছাসেবক মিলিয়ে ৫০ জন এ ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …