Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চলছে পরিবহন ধর্মঘট

ঝালকাঠিতে চলছে পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার :
ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠির ১৪ রুটে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয় এই ধর্মঘট। গণপরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাস না পেয়ে ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।
ঝালকাঠি আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, জ্বালানি তেলের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশাল-ঝালকাঠি-খুলনা-ঢাকাসহ ১৪ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জ্বালানি তেলে দাম কমানো না হলে ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
এদিকে সকালে বাস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, ঝালকাঠি থেকে যাতায়াতকারী দূরপাল্লার সব ধরনের বাস সারিবদ্ধ করে রাখা হয়েছে। বাস না পেয়ে যাত্রীরা বিকল্প উপায় খুজে নিচ্ছেন। আর এ সুযোগে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, অটোরিকশা, ভাড়ায় চালিত মোটোরসাইকেলের চাপ বেড়েছে মহাসড়কে। এতে দুর্ঘটনাও হচ্ছে। শহরের প্রবেশদ্বার কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প ও কলেজ মোড়ে অটো রিকশার কারনে জ্যামের সৃষ্টি হয়েছে। বিআরটিসি বাস চললেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন যাত্রীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …